"অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়" এই উক্তিটি কসম কেটেছে আমার জীবনের টাইটেল হওয়ার। আমি যে ঘরে বাস করি সেখানে ঘর থেকে বের হয়ে বাইরে ঘুরতে যাওয়া হচ্ছে একটা আতঙ্কের বিষয়। আমাদের ভাই বোনের মধ্যে কেও যদি স্কুল,কলেজ বা ইউনিভারসিটি ছাড়া ঘর থেকে বের হওয়ার কথা উচ্চারণও করে তাহলে তার উপর ঠাডা পরার মতো অবস্থা। এমন কি ঈদের দিনও বন্ধু বান্ধব দের সাথে কোথাও ঘুরতে যেতে হলে অনেক কাটখোড় পোড়াতে হয় সেই মিনতির আর শেষ নেই। সেইরকমই রমজান মাস জুড়িয়ে মিনতি করে আমি আমার আম্মাজানের কাছ থেকে তার পারমিশোন নিয়েছিলাম গত বছরের ঈদে সবার সাথে বেরাতে যাওয়ার। অনেক আগ্রহ নিয়ে সেই বছর আমি ঈদের অপেক্ষা করেছিলাম এমনকি অনেক কেণাকাটাও করেছিলাম,যেখানে আমার শপিং এ যাওয়া একদমই অপছন্দ। কিন্তু হইলো কি? সেই বছর ঈদএ সারাদিন বৃষ্টি। অবশ্যই আমি একজন আশাবাদী মানুষ, ভাবলাম ওকে বেপার না প্ল্যান পোষ্টপণ করে এর পোরের দিন করে দেই.। কিন্তু সেই দিনও সারাদিন বৃষ্টি , এবং তার পরের দিন অর্থাৎ ঈদের তৃতীয় দিন ও বৃষ্টি মরার বৃষ্টি। বলে রাখি বৃষ্টির মধ্যে বাসা থেকে কেও বাইরে যেতে পারবে না এটা একটা অন্যতম রুল আমার ঘরের। যাই হোক চতুর্থ দিনে যখন আবারও বৃষ্টি শুরু হল আমি আমার বাসার সব রুল অবজ্ঞা করে চলে গেছি ঘুরতে ,সেই দিন বাসায় আসার পরের কথা আর নাই ই বলি। ঠিক আছে গত বছরের এই অবস্থা দেখে আমি ভাবছি এই বার আর কোথাও যাবো না বাসায় থাকবও। এই বছর ঈদের আগে এতো বৃষ্টি দেখে মনে মনে বলছি হূ একদম কারেক্ট ডিসিশন নিছি বৃষ্টি পরো পোরতে থাকো। কিন্তু এইবার ঈদে সকালে ঘূম থেকে উঠে দেখি কি সুন্দর চকচকে রোদ উঠেছে গগন জুরিয়ে বাহ। হে আল্লাহ তুমি আমার সাথে ই কেন এমন করও। হুয়ায় মি ? এরকম কি শুধু আমার সাথেই হয় নাকি আর কেও এমন আছো ? জীবনের আরেক নাম তেজপাতা।