Saturday, 16 July 2016

আম্মু আজকে আমার রেনু আন্টির সাথে দেখা হয়ে ছিল ।
কি ? কোথায় ? তুই উল্টো পাল্টা কিছু বলিসনি তোহ ?
উহু । উল্টো আমি তোহ তোমার উপকার করেছি 
তার মানে নিশ্ছই কিছু ঘটিয়েছিস , কি বলেছিশ তুই তাকে ?
তেমন কিছু না; সে বলছিল অনেক দিন তোমাদের বাসায় যাওয়া হয় না,তোমার আম্মা কেমন আছে ?
আমি বলেছি আপনি বাসায় যান না ,তাই সে অনেক ভালো আছে  । আপনি যখনি আসেন আম্মুর আলমারি থেকে সবসময় সবচেয়ে সুন্দর শাড়িটা বেছে নিয়ে যান । তাই আপনি না আসলে আম্মু খুশি হয় । 
কিইইই ? তোর মাথায় কি কিছু নাই নাকি!হে আল্লাহ! এখন তার সাথে দেখা হলে আমি কিভাবে কথা বলব ।
আহা এরকম করছ কেনও ! ভুল তোহ কিছু বলি নাই । বরং তোমার উপকারই হয়েছে । রেনু আন্টি বলেছে সে আর কোন দিন নাকি আমাদের বাসায় আসবেন না । আমিও বলে দিয়েছি ঠিক আছে , যে শাড়ি গুলো নিয়ে গিয়েছিলেন শুধু সে গুলো ফেরত দিয়ে দিয়েন ।
আম্মুর চোখের দিকে তাকানো যাচ্ছে না । আর আর বিস্ময় একই সাথে ভর করেছে তারে ,কিছু ক্ষনের মধ্যেই রাগটা ফাটবে । তাই দেরি না করে বেরিয়ে পরলাম ভারসিটির জন্য। বেরিয়ে দেখি একটা রিকসাও নাই ,গজব পরেছে আজকে গজব । দেরি হয়ে যাচ্ছে এমন সব দিনেই কন জেন প্রকৃতি তোমাকে আর দেরি করিয়ে দেওার জন্য উঠে পরে লাগে । দাঁড়িয়ে না থেকে আমি বাসে উঠে পরলাম ।এবার ২০ মিনিটের জন্য জগত থেকে বিচ্ছিন্ন হবার পালা । কানে হেডফোন গুজে রবিন্দ্রনাথের কবিতার নায়িকাদের মত ভাব নিয়ে বাইরে তাকিয়ে আছি ,এমন সময়ই বুঝলাম পাশে বসে থাকা বেক্তি টা আমাকে মরার মত "নিতু ,এই নিতু" ডেকেই চলেছে । না তাকিয়েই বুঝলাম বেক্তি টা আমার পরিচিত । কারন সে আমার নাম ধরে ডাকছে । মুখে যতটা বিরক্তির ছাপ নিয়ে আশা যায় ততটা বিরক্তকর চেহারা বানিয়ে আমি বলে উঠলাম কি হয়েছে ?মরার মত ডাকছিস কেন ? 
এতক্ষণ ধরে ডাকছি , শুনিশ না ।
এখন তো শুনলাম ! বল কেনও ডাকছিলি ?
জানিস আমার না খুব ভয় করছে !
ওহ ! 
শুধু ওহ ! জিজ্ঞেস করবি না কেনও ভয় করছে! 
না । 
আজকে থার্ড সেমিস্টারের রেজাল্ট দিবে । আমার খুব টেনশন করছে ,তোর কি একটুও টেনশন হচ্ছে না ? বলেই দাত দিয়ে নখ কামরাতে লাগলো টুম্পা 
এই মেয়ে টার এটাই সমস্যা । সামান্য কিছু তেই ভয় পেয়ে অস্থির হয়ে যায় । আমি ওকে বললাম তুই টেনশন নিশ না ! তোর রেজাল্ট ভালো হয়েছে সি.জি.পি.এ ঃ ৩.৮৮ 
সত্তি ?!  কি করে জানলি ! 
তা তোহ আমি জানি না ! শুধু জানি তুই ৩.৮৮ পেয়েছিস 
ঠাট্টা করিস না তোহ ! ঠাট্টা এখন ভালো লাগছে না ।
বেশ আমি চুপ করলাম ।