Wednesday, 13 July 2016

নতুন বিনোদন "কোরিয়ান ড্রামা"

যখন হলিউড, বলিউডের মুভি দেখতে আর ভাল লাগছিল না । তখন আমি আবিষ্কার করি সাউথ করিয়ান ড্রামা জগত। আমাদের দেশে এখন সাউথ কোরিয়ান ড্রামা খুব কম মানুষি হয়তো দেখে বা এর সম্পর্কে জানে । কিন্তু অন্য যে কোন দেশের সিরিয়াল গুলো থেকে সাউথ করিয়ান ড্রামা গুলো ইনটারেসটিং। কেও যদি একবার এই ড্রামাগুলো দেখা শুরু করে তাহলে তারা আশক্ত হয়ে পরবে । এটাই স্বাভাবিক । কথা গুলো আমাকে কেও যদি এভাবে বলত তাহলে আমি কখনই বিশ্বাস করতাম না ,কিন্তু দেখার পর আমি নিজেই বলছি । ড্রামাগুলোয় মুল চরিত্রদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে আপনি তাদের প্রেমে পরে যাবেন । আমি আবার কোন ভালো কিছু দেখলে সবার সাথে শেয়ার না করে থাকতে পারি না । তাই  আমি শেয়ার করতে চাই আমার দেখা কিছু বেস্ট কোরিয়ান ড্রামা । সো! হেয়ার ইট ইজ ঃ
  1.  BOYS OVER FLOWERS  [ আমার দেখা প্রথম কোরিয়ান ড্রামা । না ,বলবো আমার দেখা সবচেয়ে বেস্ট ড্রামা ।  কেনও দেখবেন ? কারন দেখলেই বুঝবেন ]
  2. THE FIRST SHOP OF COFFEE PRINCE [ রোমেন্টিক কমেডি ]
  3. KILL ME,HEEL ME [ একজন মানুষের ভেতর ৭টা আলাদা বেক্তিত্ত্য ,কেনও দেখবেন কারন মেইন একটর অনেক ভালো অভিনয় করে এবং কাহিনী সবচেয়ে ইউনিক ]
  4. PLAYFULL KISS [ এরকম রোমেন্টিক কমেডি ড্রামা সবারই দেখা উচিত ]
  5. MY GIRLFRIEND IS A GUMIHO [ এপিক লাভ স্টোরি ]
  6. YOU'RE BEAUTIFUL [ ইনোসেন্ট / এরোগেন্ট ]
  7. SECRET GARDEN [ এপিক লাভ স্টোরি ]
  8. HEALER [ ট্র্যাজেডি ]
  9. CITY HUNTER [ ট্র্যাজেডি ]
  10. YOU WHO CAME FROM STAR  [ ইউনিক স্টোরি ]
  11. I CAN HEAR YOUR VOICE  [ ট্র্যাজেডি হুইথ ইনটারেস্টিং ফেক্ট ]
  12. SCHOOL 2013 [ ফ্রেন্ডশীপ ঃ তারা কাঁদলে তুমি কাঁদবে ,তারা হাসলে তুমিও হাসবে ]
  13. PERSONAL TASTE [ রোমেন্টিক কমেডি নেভার ফেইলস ]
  14. DOCTOR STRANGER [ ট্র্যাজেডিক লাভ স্টোরি ] 
  15. HEIRS [ bcz it has lee min ho & kim woo bin ! okay just being honest ]  
বিঃ দ্রঃ অবশ্যই ইংলিশ সাব-টাইটেল সহ দেখবেন কারন কোরিয়ান ভাষা বাংলা ভাষা থেকে অনেক ভিন্ন মানে অনেক ভিন্ন ।