নিতুর সাথে আমার পরিচয় ফেসবুকে। তখন আমি নবম শ্রেনির ছাত্র । আমার এক বন্ধু আমাকে নিতুর সম্পর্কে বলে । মেয়েটার কথা শুনেই একটু আগ্রহ জন্ম নেয় তার সম্পর্কে জানার । বন্ধুর কাছ থেকে আইডি লিঙ্কটা নিয়ে তাকে অ্যাড রিকুয়েস্ট পাঠালাম । ৭ মাস পর তার কথা ভুলেই গিয়েছিলাম এমন সময় ফেবুতে একটা নোটিফিকেশন আসে। নাফিসা বুশরা নিতু এক্সেপ্টেড ইয়োর ফ্রেন্ডরিকুয়েস্ট । ৭ মাস আগে বন্ধুর কথা শুনে মনে হয়েছিল মেয়ে টা খুব ভাব নেই ,আজকে সিউর হয়ে গেলাম ।কিছুটা খারাপ মেজাজ নিয়েই তাকে নক দেই
আমি ঃ আসস্লামুয়ালিকুম
নিতু ঃ ওয়ালিকুম আসসালাম ।
আমি ঃ কেমন আছেন ?
নিতু ঃ ভালই ! আপনি ?
আমি ঃ আলহামদুলিল্লাহ ! আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি ?
নিতু ঃ আমি যদি বলি না ,তাহলে কি জিজ্ঞেস করবেন না ?
আমি ঃ জী
নিতু ঃ ঠিক আছে করেন কি প্রশ্ন ?
আমি ঃ আপনি কিসে পড়েন ?
নিতু ঃ আমি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস ১০ এ পড়ি ।
আমি ঃ আমিও ক্লাস ১০ এ পড়ি কিন্তু অন্য স্কুলে ! যেহেতু আমরা সমবয়সী তাহলে আপনি আপনি করে কেন বলছি ?! তুমি করে বলতে পারি না ?
নিতু ঃ হুম ! লজিক ঠিক আছে ! ওকে তুমি করেই বলব !
এভাবে আমাদের কথা শুরু হয় ! সে প্রতিদিন শুধু মাত্র ১ ঘণ্টার জন্য ফেবুতে আসতও ,আমি বেচারা সারাদিন ওই ১ ঘণ্টার অপেক্ষায় থাকতাম ! তার সাথে কথা বলতে বলতে আমি তাকে বুঝতে চেষ্টা করি ! একটা মেয়েকে বুঝতে চেষ্টা করলে হয়তো তুমি তার প্রেমে পরে যাবে নাহলে পাগল হয়ে যাবে ,আমার ক্ষত্রে দুটোই ঘটেছিলো সেটা অবশ্য আমি তখন বুঝি নি ! তার সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য তার বান্ধবি দের সাথে ও আমার খাতির হয়ে যায় ! আমার বন্ধুরা, তার বান্ধবিরা সবাই জানতো আমি তাকে পছন্দ করি শুধু মাত্র সে জানতো নাহ ! আমাদের বন্ধুত্তের প্রায় ১ বছর শেষ , এস এস সি পরীক্ষাও শেষ এর মাঝে ! আমি তাকে যত বারই বলতাম আমার সাথে দেখা করার জন্য সে কোন বারি রাজি হতো না । এভাবে বলতে বলতে অনেক দিন পর সে দেখা করতে রাজি হয় আর আমাদের দেখাও হয় ! সে দিন সাদা আর সবুজ ড্রেসে তাকে মায়াবতীর মত লাগছিল ! এই মেয়েটা জেনো পৃথিবীর সব মায়া কে আঁকড়ে রেখেছে
আমি ঃ এতদিন পর
নিতু ঃ তাই নাকি ? কত দিন পর ?
আমি ঃ ১ বছর ৯ মাস ১৩ দিন ৫৮ ঘণ্টা ৩৬ সেকেন্ড
নিতু ঃ ১৩ দিন না বোকা ১৬ দিন , কি হিসাব কি শুধু তুমি ই পার আমি পারি না
আমি ঃ না পার না ১৩ দিন ই হবে আর তুমি সে হিসাব রাখ নি আমি জানি
নিতু ঃ হুম রাখিনি ! তোমাকে চেক করছিলাম সত্যিই কি হিসাব করে বলছিলে নাকি উরে এসে জুড়ে কিছু একটা মেরে দিচ্ছিলে ! দেখছি সত্যি সত্যি হিসাব করে রেখেছ
আমি ঃ হ্যাঁ তুমি তো আমাকে বিশ্বাস করও না তাই তো এতো বার বলার পর দেখা করতে এলে
নিতু ঃ না বিশ্বাস করি একটু একটু ! এভাবে আমি কখন কারো সাথে দেখা করতে আসি নি ! তাই সাহস যোগাড় করছিলাম আর কি !
আমি ঃ আমাকে কি বাঘ মনে করেছিলে নাকি ভাল্লুক
নিতু ঃ উহু একটা ও না , গরিলা হবে ।।
বলেই খিল খিল করে হেসে দিলও সে, তার হাসির শব্দ এ প্রথম শুনলাম ! এতো সুন্দর ভাবে সেই হাসতে পারে যার মনটা অনেক পবিত্র ! সে দিন ই তার মোবাইল নাম্বারটা সে আমাকে দিয়েছিল ! এর আগে আমাদের শুধু ফেবু তে কথা হতো ! তার সম্পর্কে আমার আগের ধারনা সব ভুল হতে থাকে সে ভাবিস্ট কেও না , সে আসলে নরম মনের একটা বাচ্চা মেয়ে যে কাওকে দেখাতে চায় না সে ভেতরে কতটা একা ! কারো কষ্ট দেখলে খুব কষ্ট পেতো কিন্তু প্রকাশ করত না ! নিজের জন্ম দিন পালন করত রাস্তার অনাথ শিশুদের সাথে ! তাদের কে বাসায় নিয়ে নিজে রান্না করে খাওয়াত ! তার একটা দুর্বলতা সে কান্না করত না ! পরিস্থিতি যেমনি হোক আমি তাকে কখনো কাদতে দেখি নি ! বাবা মায়ের বাদ্ধগত ভদ্র ,সহজ সরল একটা মেয়ে ! মনে যা থাকে তাই ই বলে আর মাঝে মাঝে তিতা করলার চেয়েও তিতা কথা বলে কিন্তু সত্যটাই বলে ! এস এস সির রেজাল্টের পর সে আর আমি একই কলেজে ভর্তি হই সে কমার্সে আমি সাইন্সে ! কমবাইন্ড কলেজ আর তার উপর নিতু অনেক সুন্দরি ! ছেলে গুলো ওর পাশে যেভাবে ভন ভন করতে থাকে আমি টেনশনে পরে যাই !তার উপর নিতু কেমন জেনো আমাকে ইগনোর করতে শুরু করে ,ফোন দিলে ফোন ধরতো না, দেখা হলে ঠিক মত কথা বলতো না! খুব কষ্টে এক দিন সাহস করে তাকে বলই ফেলি ...
এই নিতু শুনো
নিতু ঃ কি বল ?
আমি ঃ আমি তোমাকে ভালো বাসি নিতু !
নিতু ঃ মজা করছ না তা ?
আমি ঃ উহু ! একদমই না !
নিতু ঃ কি দেখে ভালবাশ আমায় ?
আমি ঃ জানি না ! শুধু জানি ভালবাসি !
নিতু ঃ আমি এসব ভালবাসার মধ্যে নাই ! এখন আমি প্রেম করব না তাছাড়া আমার আব্বু আমাকে ডাক্তার ছেলে ছাড়া বিয়ে দিবে না ! শুধু শুধু তোমার সাথে প্রেম করে আরেক জন কে বিয়ে করে কি লাভ !
আমি ঃ তুমি একটু চিন্তা করে জানাও ,আমি অপেক্ষা করতে রাজি
নিতু ঃ না চিন্তা করার কিছু নেই ,আমরা ফ্রেন্ড আসি আর থাকব
আমি ; না নিতু ,ফ্রেন্ড হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না
নিতু ঃ ঠিক আছে তুমি যেটা চাও ...
আমি ঃ ভালো থেকো নিতু !
আমি নিতু ! আজকে আমার খুব খারাপ লাগছে ! যা চেয়েছিলাম তাই ই হয়েছে তাও খারাপ লাগছে কেনও জানি না ! আজকের পর থেকে হাসানএর সাথে আর কথা হবে না ,সে চলে গেছে আমার জীবন থেকে ! আমি অনেক আগে থেকে ই যানতাম সে আমাকে পছন্দ করে ! ছেলেটার সাথে যতই খারাপ ব্যবহার করি না কেনও সে সব সহ্য করে যেত ! আর আমাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করত সবসময় ! যখন আমি বুঝতে পারি আমি তার উপর দুর্বল হয়ে যাচ্ছি তখনই ওর কাছ থেকে নিজেকে দূরে নিয়ে আশার চেষ্টা করি ! ওর সাথে কথা বলা ধিরে ধিরে কমিয়ে দেই ! আমার মনে হয় এটা শুধু ওর ভালো লাগা ভালবাসা না ! কয় দিনের মধ্যে আমার কাছ থেকে দূরে গেলে নিজে নিজেই বুঝতে পারবে ! তাছার আমি প্রেমে পরতে চাই না ,এইসব আমার ঝামেলা মনে হয় ! আমি দোয়া করি হাসান যেখানে থাকুক ভালো থাকুক ! আর অনেক ভালো একটা মেয়ে ওর জীবনে আসুক ...
৪ বছর পর ...
নিতুর সাথে আমার শেষ দেখা হওয়ার পর আমি ওকে ভুলার অনেক চেষ্টা করি , প্রথম কয়েক মাস পর আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনশীপেও যাই ! কিন্তু টিকলো না , কয়েক দিনের মধ্যেই ভেঙ্গে গেল এর পর এভাবে আমার আর কয়েকটা রিলেশন হয় সব মেয়ের মধ্যে আমি নিতুকে খুজতাম ! এই মেয়ের মত আর কাওকে পাই নি ! কিভাবে পাবও নিতু তোহ শুধু একটাই ! আর সেই নিতু বদমেজাজি মেয়েটা কেই আমি এতো ভালোবাসি, যে আমার ভালবাসাকে কোন পাত্তাই দিলও না একটু ভাবতে তো পারত এত তাড়া কার ছিলও ! আমি মনে মনে চিন্তা করে ফেলেছিলাম বিয়ে আমি নিতুকেই করব আর ডাক্তার হয়েই করব ! সব কিছু বাদ দিয়ে উঠে পরে লাগি আমি ডাক্তার হওয়ার জন্য ,সারাদিন রাত শুধু বই নিয়েই থাকি আমি ২বছর !অনেক কষ্টে ঢাকা মেডিক্যালে চান্স পাওয়ার কয়েক মাস পর আমি নিতুর সাথে যোগাযোগ করার চেষ্টা করি! তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ে অর্থনীতিতে ১ম বর্ষে পড়ছে ! একটা সুবিধা ছিলও যে তার আর আমার একটা কমন ফ্রেন্ড ছিলও ! সে ফ্রেন্ডের কাছ থেকে নিতুর নাম্বারটা নেই আর এটাও জেনে নেই এই ৪ বছরে ওর কোন সম্পর্ক হয়েছে কিনা ,অবশ্য কোন বয়ফ্রেন্ড থাকলেও যায় আসেতো না , তাকে বিদায় করে দিতাম কিন্তু না লক্ষ্যি মেয়ে টা কোন সম্পর্কে জড়ায়নি আগে যেমন ছিলও তেমনি আছে ! নিতুকে ফোন দিয়ে দেখা করতে বলি ! এত দিন পর ও আমাকে মনে রেখেছে জেনে খুশি হয়ে গিয়েছিলাম ! পরের দিন টি এস সি তে আমাদের দেখা হয় ! নিতু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে মনে মনে বললাম এত সুন্দর কেনও হয়ে গেল মেয়েটা ! অনেক সুন্দরি হওয়া যদি অপরাধ হতো তাহলে নিতু সেই অপরাধের ১ নাম্বার অপরাধী হতো ! এসেই মেয়েটা ধমকের সুরে বলেছিল কি ব্যাপার হা করে তাকিয়ে আছো কেনও ? কিছু বল ? আমি হাতের লাল গোলাপ টা কে বারিয়ে দিয়ে হাঁটুর গেড়ে বসে মাথা নিছু করে তাকে বলেছিলাম আজ ও ভালোবাসি নিতু ! প্রতিটা ক্ষণ ,প্রতিটা মুহূর্ত শুধু তোমাকেই ভালোবাসি !
নিতু ঃ উঠো মানুষজন দেখছে ! কি হলও উঠো নাহলে একটা ঘুশি দিয়ে উরিয়ে দিব এখনই !
আমি ঃ উঠে দাড়িয়ে বললাম তোমাকে ইম্ব্যেরেস করার জন্য সরি
নিতু ঃ তোমার প্রপসালে আমি রাজি হতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে
আমি ঃ যে শর্ত দিবে সেটাতেই রাজি, কিন্তু কি শর্ত
নিতু ঃ সম্পর্কের মাঝে কখনো যদি তোমার মনে হয় যে তুমি আমাকে আর আগের মত ভালোবাস না , বোর হয়ে গেছ কিন্তু আমি তোমার প্রতি খুব সিরিয়াস হয়ে যাচ্ছি তখন অন্য একটা মেয়ের সাথে প্রেম করে আমাকে ছেঁকা দিয়ও ! আমার খুব শখ জীবনে সিরিয়াস রকমের একটা ছেঁকা খাব ! কি রাজি ?
আমি ঃ { মনে মনে ভাব্লাম এই মেয়ে আগের চেয়ে ১০ গুন বেশি পাগল হয়ে গেছে কিন্তু তার পাগলামি কেও আমি ভালোবাসি ) বাধ্য ছেলের মত মাথা নেড়ে বললাম হ্যাঁ পাগলি ! রাজি !
আরও ৬ বছর পর ...
নিতু এখন আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে ! মুখের উপর চলে আশা চুল গুলো তাকে বিরক্ত করছে আমি আঙ্গুল দিয়ে সেগুল সরিয়ে দিচ্ছি ! আমাদের বিয়ে হয়েছে ২ বছর প্রায় ,এখন সে আমার বউ ! পাগলি ,মিষ্টি , দুষ্ট বউ !
আমি ঃ আসস্লামুয়ালিকুম
নিতু ঃ ওয়ালিকুম আসসালাম ।
আমি ঃ কেমন আছেন ?
নিতু ঃ ভালই ! আপনি ?
আমি ঃ আলহামদুলিল্লাহ ! আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি ?
নিতু ঃ আমি যদি বলি না ,তাহলে কি জিজ্ঞেস করবেন না ?
আমি ঃ জী
নিতু ঃ ঠিক আছে করেন কি প্রশ্ন ?
আমি ঃ আপনি কিসে পড়েন ?
নিতু ঃ আমি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস ১০ এ পড়ি ।
আমি ঃ আমিও ক্লাস ১০ এ পড়ি কিন্তু অন্য স্কুলে ! যেহেতু আমরা সমবয়সী তাহলে আপনি আপনি করে কেন বলছি ?! তুমি করে বলতে পারি না ?
নিতু ঃ হুম ! লজিক ঠিক আছে ! ওকে তুমি করেই বলব !
এভাবে আমাদের কথা শুরু হয় ! সে প্রতিদিন শুধু মাত্র ১ ঘণ্টার জন্য ফেবুতে আসতও ,আমি বেচারা সারাদিন ওই ১ ঘণ্টার অপেক্ষায় থাকতাম ! তার সাথে কথা বলতে বলতে আমি তাকে বুঝতে চেষ্টা করি ! একটা মেয়েকে বুঝতে চেষ্টা করলে হয়তো তুমি তার প্রেমে পরে যাবে নাহলে পাগল হয়ে যাবে ,আমার ক্ষত্রে দুটোই ঘটেছিলো সেটা অবশ্য আমি তখন বুঝি নি ! তার সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য তার বান্ধবি দের সাথে ও আমার খাতির হয়ে যায় ! আমার বন্ধুরা, তার বান্ধবিরা সবাই জানতো আমি তাকে পছন্দ করি শুধু মাত্র সে জানতো নাহ ! আমাদের বন্ধুত্তের প্রায় ১ বছর শেষ , এস এস সি পরীক্ষাও শেষ এর মাঝে ! আমি তাকে যত বারই বলতাম আমার সাথে দেখা করার জন্য সে কোন বারি রাজি হতো না । এভাবে বলতে বলতে অনেক দিন পর সে দেখা করতে রাজি হয় আর আমাদের দেখাও হয় ! সে দিন সাদা আর সবুজ ড্রেসে তাকে মায়াবতীর মত লাগছিল ! এই মেয়েটা জেনো পৃথিবীর সব মায়া কে আঁকড়ে রেখেছে
আমি ঃ এতদিন পর
নিতু ঃ তাই নাকি ? কত দিন পর ?
আমি ঃ ১ বছর ৯ মাস ১৩ দিন ৫৮ ঘণ্টা ৩৬ সেকেন্ড
নিতু ঃ ১৩ দিন না বোকা ১৬ দিন , কি হিসাব কি শুধু তুমি ই পার আমি পারি না
আমি ঃ না পার না ১৩ দিন ই হবে আর তুমি সে হিসাব রাখ নি আমি জানি
নিতু ঃ হুম রাখিনি ! তোমাকে চেক করছিলাম সত্যিই কি হিসাব করে বলছিলে নাকি উরে এসে জুড়ে কিছু একটা মেরে দিচ্ছিলে ! দেখছি সত্যি সত্যি হিসাব করে রেখেছ
আমি ঃ হ্যাঁ তুমি তো আমাকে বিশ্বাস করও না তাই তো এতো বার বলার পর দেখা করতে এলে
নিতু ঃ না বিশ্বাস করি একটু একটু ! এভাবে আমি কখন কারো সাথে দেখা করতে আসি নি ! তাই সাহস যোগাড় করছিলাম আর কি !
আমি ঃ আমাকে কি বাঘ মনে করেছিলে নাকি ভাল্লুক
নিতু ঃ উহু একটা ও না , গরিলা হবে ।।
বলেই খিল খিল করে হেসে দিলও সে, তার হাসির শব্দ এ প্রথম শুনলাম ! এতো সুন্দর ভাবে সেই হাসতে পারে যার মনটা অনেক পবিত্র ! সে দিন ই তার মোবাইল নাম্বারটা সে আমাকে দিয়েছিল ! এর আগে আমাদের শুধু ফেবু তে কথা হতো ! তার সম্পর্কে আমার আগের ধারনা সব ভুল হতে থাকে সে ভাবিস্ট কেও না , সে আসলে নরম মনের একটা বাচ্চা মেয়ে যে কাওকে দেখাতে চায় না সে ভেতরে কতটা একা ! কারো কষ্ট দেখলে খুব কষ্ট পেতো কিন্তু প্রকাশ করত না ! নিজের জন্ম দিন পালন করত রাস্তার অনাথ শিশুদের সাথে ! তাদের কে বাসায় নিয়ে নিজে রান্না করে খাওয়াত ! তার একটা দুর্বলতা সে কান্না করত না ! পরিস্থিতি যেমনি হোক আমি তাকে কখনো কাদতে দেখি নি ! বাবা মায়ের বাদ্ধগত ভদ্র ,সহজ সরল একটা মেয়ে ! মনে যা থাকে তাই ই বলে আর মাঝে মাঝে তিতা করলার চেয়েও তিতা কথা বলে কিন্তু সত্যটাই বলে ! এস এস সির রেজাল্টের পর সে আর আমি একই কলেজে ভর্তি হই সে কমার্সে আমি সাইন্সে ! কমবাইন্ড কলেজ আর তার উপর নিতু অনেক সুন্দরি ! ছেলে গুলো ওর পাশে যেভাবে ভন ভন করতে থাকে আমি টেনশনে পরে যাই !তার উপর নিতু কেমন জেনো আমাকে ইগনোর করতে শুরু করে ,ফোন দিলে ফোন ধরতো না, দেখা হলে ঠিক মত কথা বলতো না! খুব কষ্টে এক দিন সাহস করে তাকে বলই ফেলি ...
এই নিতু শুনো
নিতু ঃ কি বল ?
আমি ঃ আমি তোমাকে ভালো বাসি নিতু !
নিতু ঃ মজা করছ না তা ?
আমি ঃ উহু ! একদমই না !
নিতু ঃ কি দেখে ভালবাশ আমায় ?
আমি ঃ জানি না ! শুধু জানি ভালবাসি !
নিতু ঃ আমি এসব ভালবাসার মধ্যে নাই ! এখন আমি প্রেম করব না তাছাড়া আমার আব্বু আমাকে ডাক্তার ছেলে ছাড়া বিয়ে দিবে না ! শুধু শুধু তোমার সাথে প্রেম করে আরেক জন কে বিয়ে করে কি লাভ !
আমি ঃ তুমি একটু চিন্তা করে জানাও ,আমি অপেক্ষা করতে রাজি
নিতু ঃ না চিন্তা করার কিছু নেই ,আমরা ফ্রেন্ড আসি আর থাকব
আমি ; না নিতু ,ফ্রেন্ড হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না
নিতু ঃ ঠিক আছে তুমি যেটা চাও ...
আমি ঃ ভালো থেকো নিতু !
আমি নিতু ! আজকে আমার খুব খারাপ লাগছে ! যা চেয়েছিলাম তাই ই হয়েছে তাও খারাপ লাগছে কেনও জানি না ! আজকের পর থেকে হাসানএর সাথে আর কথা হবে না ,সে চলে গেছে আমার জীবন থেকে ! আমি অনেক আগে থেকে ই যানতাম সে আমাকে পছন্দ করে ! ছেলেটার সাথে যতই খারাপ ব্যবহার করি না কেনও সে সব সহ্য করে যেত ! আর আমাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করত সবসময় ! যখন আমি বুঝতে পারি আমি তার উপর দুর্বল হয়ে যাচ্ছি তখনই ওর কাছ থেকে নিজেকে দূরে নিয়ে আশার চেষ্টা করি ! ওর সাথে কথা বলা ধিরে ধিরে কমিয়ে দেই ! আমার মনে হয় এটা শুধু ওর ভালো লাগা ভালবাসা না ! কয় দিনের মধ্যে আমার কাছ থেকে দূরে গেলে নিজে নিজেই বুঝতে পারবে ! তাছার আমি প্রেমে পরতে চাই না ,এইসব আমার ঝামেলা মনে হয় ! আমি দোয়া করি হাসান যেখানে থাকুক ভালো থাকুক ! আর অনেক ভালো একটা মেয়ে ওর জীবনে আসুক ...
৪ বছর পর ...
নিতুর সাথে আমার শেষ দেখা হওয়ার পর আমি ওকে ভুলার অনেক চেষ্টা করি , প্রথম কয়েক মাস পর আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনশীপেও যাই ! কিন্তু টিকলো না , কয়েক দিনের মধ্যেই ভেঙ্গে গেল এর পর এভাবে আমার আর কয়েকটা রিলেশন হয় সব মেয়ের মধ্যে আমি নিতুকে খুজতাম ! এই মেয়ের মত আর কাওকে পাই নি ! কিভাবে পাবও নিতু তোহ শুধু একটাই ! আর সেই নিতু বদমেজাজি মেয়েটা কেই আমি এতো ভালোবাসি, যে আমার ভালবাসাকে কোন পাত্তাই দিলও না একটু ভাবতে তো পারত এত তাড়া কার ছিলও ! আমি মনে মনে চিন্তা করে ফেলেছিলাম বিয়ে আমি নিতুকেই করব আর ডাক্তার হয়েই করব ! সব কিছু বাদ দিয়ে উঠে পরে লাগি আমি ডাক্তার হওয়ার জন্য ,সারাদিন রাত শুধু বই নিয়েই থাকি আমি ২বছর !অনেক কষ্টে ঢাকা মেডিক্যালে চান্স পাওয়ার কয়েক মাস পর আমি নিতুর সাথে যোগাযোগ করার চেষ্টা করি! তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ে অর্থনীতিতে ১ম বর্ষে পড়ছে ! একটা সুবিধা ছিলও যে তার আর আমার একটা কমন ফ্রেন্ড ছিলও ! সে ফ্রেন্ডের কাছ থেকে নিতুর নাম্বারটা নেই আর এটাও জেনে নেই এই ৪ বছরে ওর কোন সম্পর্ক হয়েছে কিনা ,অবশ্য কোন বয়ফ্রেন্ড থাকলেও যায় আসেতো না , তাকে বিদায় করে দিতাম কিন্তু না লক্ষ্যি মেয়ে টা কোন সম্পর্কে জড়ায়নি আগে যেমন ছিলও তেমনি আছে ! নিতুকে ফোন দিয়ে দেখা করতে বলি ! এত দিন পর ও আমাকে মনে রেখেছে জেনে খুশি হয়ে গিয়েছিলাম ! পরের দিন টি এস সি তে আমাদের দেখা হয় ! নিতু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে মনে মনে বললাম এত সুন্দর কেনও হয়ে গেল মেয়েটা ! অনেক সুন্দরি হওয়া যদি অপরাধ হতো তাহলে নিতু সেই অপরাধের ১ নাম্বার অপরাধী হতো ! এসেই মেয়েটা ধমকের সুরে বলেছিল কি ব্যাপার হা করে তাকিয়ে আছো কেনও ? কিছু বল ? আমি হাতের লাল গোলাপ টা কে বারিয়ে দিয়ে হাঁটুর গেড়ে বসে মাথা নিছু করে তাকে বলেছিলাম আজ ও ভালোবাসি নিতু ! প্রতিটা ক্ষণ ,প্রতিটা মুহূর্ত শুধু তোমাকেই ভালোবাসি !
নিতু ঃ উঠো মানুষজন দেখছে ! কি হলও উঠো নাহলে একটা ঘুশি দিয়ে উরিয়ে দিব এখনই !
আমি ঃ উঠে দাড়িয়ে বললাম তোমাকে ইম্ব্যেরেস করার জন্য সরি
নিতু ঃ তোমার প্রপসালে আমি রাজি হতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে
আমি ঃ যে শর্ত দিবে সেটাতেই রাজি, কিন্তু কি শর্ত
নিতু ঃ সম্পর্কের মাঝে কখনো যদি তোমার মনে হয় যে তুমি আমাকে আর আগের মত ভালোবাস না , বোর হয়ে গেছ কিন্তু আমি তোমার প্রতি খুব সিরিয়াস হয়ে যাচ্ছি তখন অন্য একটা মেয়ের সাথে প্রেম করে আমাকে ছেঁকা দিয়ও ! আমার খুব শখ জীবনে সিরিয়াস রকমের একটা ছেঁকা খাব ! কি রাজি ?
আমি ঃ { মনে মনে ভাব্লাম এই মেয়ে আগের চেয়ে ১০ গুন বেশি পাগল হয়ে গেছে কিন্তু তার পাগলামি কেও আমি ভালোবাসি ) বাধ্য ছেলের মত মাথা নেড়ে বললাম হ্যাঁ পাগলি ! রাজি !
আরও ৬ বছর পর ...
নিতু এখন আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে ! মুখের উপর চলে আশা চুল গুলো তাকে বিরক্ত করছে আমি আঙ্গুল দিয়ে সেগুল সরিয়ে দিচ্ছি ! আমাদের বিয়ে হয়েছে ২ বছর প্রায় ,এখন সে আমার বউ ! পাগলি ,মিষ্টি , দুষ্ট বউ !