মুখে ব্রন একটা সুন্দর চেহারার ১২টা বানিয়ে দেওয়ায় জন্য যথেষ্ট । আমার কাছে মনে হয় যেসকল দিনে কোন দরকারি কাজ থাকে ,এবং আমি আপাদমস্তক ফিট অ্যান্ড ফাইন হয়ে কাজে যেতে চাই সেসকল দিনেই সকাল সকাল ব্রনের দর্শন পাই । এটা কি শুধু আমার সাথেই হয় ,নাকি আমার মত আরও অনেকেই আছো ?! তবে আমার হৃদয়ের গভীরের থেকে আওয়াজ আসে "না তুমি একা নও"
তাই আজকে আমি ব্রন ও ব্রনের দাগ দূর করার সহজ কিছু উপায় লিখবো আশা করি সবার কাজে লাগবে । শুধু মেয়েরা না ছেলেরাও ব্যবহার করতে পারেন ।
ব্রন ও ব্রনের দাগ দূর করার উপায় ঃ
- জয়ফল গুড়া ,মধু ও দুধ ঃ জয়ফলের মধে মেইস নামক উপাদান আছে যা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া দূর করে । একটি বাটিতে জয়ফল গুড়া ,মধু ও দুধ ভালভাবে মিশিয়ে পেস্টের মত বানান ।প্রতিদিন আগে ঘুমানর আগে ব্রনে আক্রান্ত জায়গা গুলোতে লাগান ।সকালে উঠে হাল্কা ভাবে মুখ ধুয়ে ফেলুন । ফলাফল নিজেই টের পাবেন । এই পেস্টটি আপনি স্পট ক্রিম হিসেবে মুখের দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন ।
- আপেল ও মধু ঃ এটা সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি। আপেলের পেস্ট বানিয়ে ৪-৬ ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগিয়ে কিছুখন অপেক্ষা করুন । এর পর ঠাণ্ডা পানি দিয়ে ভালভাবে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাতে ৬-৭ দিন ব্যাবহার করবেন ।কিছু দিনের মধ্যেই পরিবর্তন লক্ষ করবেন ।
- তুলসি পাতা ঃ আয়ুর্বেদিক গুন সম্পূর্ণ তুলসি পাতার রস ব্রন আক্রান্ত অংশে লাগিয়ে অপেক্ষা করুন । শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
- কাঁচা হলুদ এবং চন্দনগুড়া ঃ সমপরিমান কাঁচা হলুদ ও চন্দন গুড়া পরিমান মত পানির সাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ব্রন আক্রান্ত জায়গায় লাগিয়ে শুখানো পর্যন্ত অপেক্ষা করুন । শুখিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালভাবে মুখ ধুয়ে ফেলুন । এই মিশ্রণটি ব্রন এবং ব্রনের দাগ দুটোই দূর করতে সাহায্য করবে ।
- ডিমের সাদা অংশ ও লেবুর রস ঃ ঘুমানর আগে ডিমের সাদা অংশের সাথে লেবুর রস মিশিয়ে ব্রনের উপর লাগিয়ে মাস্যজ করে ৩০ মিনিট বা সারা রাতের জন্য ও রেখে দিতে পারেন । এটি আপান্র ত্বকের খসখসে ভাবও দূর করবে ।
ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন , সুস্থ ও সুন্দর থাকুন ।