Friday, 15 July 2016

নিজেকে তুমি কতটুকু চিনো ?!

সবাই অসাধারণ হতে চায় ! সবাই চায় নিজেকে একটু আলাদা ভাবে প্রকাশ করতে । এই অসাধারণ হওয়ার চক্রান্তে মানুষ নিজেকে অন্যের সাথে তুলনা করে ! এবং সেটাই সব চেয়ে বড় ভুল ! মানুষ যখন নিজেকে অন্যের সাথে তুলনা করে তখন সে অসুখি হয়ে যায় । কথায় আছে নদীর এ পাড়ে দাড়িয়ে দেখি ওপারে যত সুখ যত আনন্দও। হ্যাঁ আমরা মানুষ এবং আমরা কখনো সন্তুষ্ট হই না ! একারনেই আজকালকার জুগে প্রায় অনেককেই বলতে শুনা যায় ,নাহলে ফেবুর স্ট্যাটাস দিতে দেখা যায় লিখে রেখেছেন একটাই বানী "ভালো লাগে না" । ভুলে যদি কেও জিজ্ঞেস করে ফেলে কেনও ভালো লাগে না ? তখন আদি- অনন্ত ডাইলগে জবাব 'জানি না' । তখন মন চায় তার কানের নিচে কষে একটা চড় লাগিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করতে এখন কি ভালো লাগছে ?? আমার এক বান্ধবি আছে রুপ সচেতন নারী যাকে বলে উনি তাই ই ! আজ কাল তার মাথায় নিজের চেহারার খুত ধরা বিষয় টা ঢুঁকে গেছে ! তার ক্লাসের মেয়ে দের দেখে তার মনে হয় সে তাদের তুলনায় খুব অসুন্দর !! তার আফসস ইশ আল্লাহ কেনও যে তাকে আরেকটু সাদা , আরেকটি লম্বা , চুল গুলো আরেকটু সুন্দর দিলও না ! তার পর যখন কেও তাকে বললও তুমি সুন্দর তখন সে বিশ্বাস করলো যে সে সুন্দর ! তার আগে সে নিজেকে কুৎসিত ভাবতো ! কথাটা এরকম এসে দাড়ায় ঃ যে তুমি ভালো কিন্তু যতক্ষণ পর্যন্ত কেও একজন এসে তোমাকে বলবে না যে তুমি ভালো ততক্ষণ তুমি সেটা বিশ্বাস করবে না ! তোমার জীবনে তুমি অন্য কাওকে এতো গুরুত্ব দিচ্ছ কেনও ,সে অন্য কেও হয়তো তোমার মন্তব্যেরই অপেক্ষা করছে ।  আমিও একসময় নিজের চেয়ে বেশি অন্যদের মন্তব্যকে গুরুত্ব দিতাম ! প্রতিদিন মানুষিক টর্চার ! তখন আমি ডাইরি লিখতাম ! হঠাৎ একদিন ডাইরির পিছনের পাতাগুল উলটিয়ে দেখি একটাও ভালো দিনের কথা লিখা হয় নি ! ড্যাম ইট! সেই দিন আমি উপলদ্ধি করতে পেরেছিলাম অন্য কারো সমালোচনা না ,অন্য কারো কটু মন্তব্যও না আমার ভালো না থাকার কারন আমি নিজে ! সেদিন মনে হলও তারা তোহ আমাকে কয়েক দিন যাবত চিনে আর আমি নিজেকে জন্ম থেকে ! যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শিখবে তখন সবাই তোমাকে গুরুত্ব দিবে ! তুমি কারো ডুব্লিকেট হওয়ার চেষ্টা করও না ! ইতিহাস সাক্ষী এই সমস্ত পৃথিবী ওরিজনালেরই ভক্ত । আর আজকালকার জুগে
তো খুব সাধারন মানুষরাই অসাধারন । JUST BE THE BEST VERSION OF YOU ! BE HAPPY !