Wednesday, 13 July 2016

জাতি জানতে চায় ...

একটা বিষয় আমি কখনো বুঝতে পারি না। মহান মহান মনিষীরা আমাদের জন্য মহান বানী বলে গেছেন যা আমদের স্কুল কলেজে সেখানও হয়। তেমনি একটা আমার খুব পছন্দের বানী  - " অন্যায় যে করে এবং অন্যায় যে সহে উভয়ই সমান অপরাধী "। এখন একটা কমন অপরাধের কথা বলি ! কিছু দিন আগে আমার  এক আত্মীয়র উপর ছিনতাইকারীরা হামলা করে । ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছুই ছিনতাই করে নিয়ে যেতে পারেনি যার পরিণাম সে এখন হাসপাতালে। সে অন্যায়কে প্রশ্রয় দিতে নারাজ । তাই তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ লেগেছিলও। আল্লাহর অশেষ রহমতে সে সেইবারের মত বেঁচে গেলেন । সবাই তাকে বললও কি দরকার ছিলও নায়ক সেজে ছিনতাই কারীদের সাথে লড়াই করার । বোকার মত কাজ করেছে । ওরা যা চায় তা দিয়ে দেওয়া হলও বুদ্ধিমানের কাজ তাই না ? এবং এভাবে দিতে দিতেই তারা প্রশ্রয় পায় । যাই হোক আমার মনে প্রশ্ন আসলো আসলেই কোনটা ঠিক । যদি অন্যায় কে প্রশ্রয় না দাও তাহলে তুমি বোকা আবার যদি প্রশ্রয় দাও তাহলে তুমি অপরাধী।  কেও একজন চোখের সামনে কাওকে গুলি করে খুলি উরিয়ে দিয়ে চলে গেল সবাই সেখানে দর্শকের ভুমিকা পালন করবে । কিন্তু পুলিশের সামনে কেও বলতে পারলো না, যে গুলি করেছে সে দেখতে কেমন! নাহ সবাই সেই সময় অন্ধ হয়ে গিয়েছিল । কারন এটাই বুদ্ধিমানের কাজ। একটা ১০/১১ বৎসরের বাচ্চাকে পাউরুটি চুরির অভিযোগে খাম্বার সাথে বেধে লম্বা লোহার রড দিয়ে জনসম্মুখে পেটানো হচ্ছে। অনেক দর্শক জমা হলও । কোন কোন ডিজিটাল দর্শক তো ভিডিও ও করলো। কেও একজন বলে উঠল কি ব্যাপার কেও কিছু বলছে না কেনও? পাশের জন বললও আরে বোকা এটাই তো বুদ্ধিমানের কাজ । রাস্তায় চিপসের প্যকেট ফেলে বাসায় গিয়ে একজন বুদ্ধিমান ফেবুতে স্ট্যাটাস দিলো "উফফ! দেশের রাস্তা ঘাটে যে ময়লা,দুর্গন্ধ ইয়াক!" । সেই স্ট্যাটাসে আরেক বুদ্ধিমান কমেন্ট করলো "ঠিক বলেছেন, এই দেশের উন্নতি নাই" অথচ সেও কিন্তু  একই ক্যাটাগরির মধ্যে পরে । আমি বুঝতে পারি না এতোগুলো বুদ্ধিমান মানুষ থাকার পরেও এই দেশ এত পিছিয়ে কেনও ?? জাতি জানতে চায় । একজন নির্বোধ মানুষ জানতে চায়।