সুন্দর ঠোঁট চেহারার সৌন্দর্য বহু গুনে বাড়িয়ে দেয়। যারা ঠোঁটের কালো দাগ দূর করতে চান এবং কালচে ঠোঁট প্রাকৃতিক উপায়ে গোলাপি করতে চান আজকের এই লেখাটি তাদের জন্য । আশা করি আপনাদের কাজে লাগবে ।
ঠোঁটের কালচে ভাব দূর করে স্বাভাবিক ও মসৃণ ঠোঁট পাওয়ার উপায় ঃ
- লেবুর রস এবং মধু ঃ নিয়মিত লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয় ,ঠোঁট গোলাপি হয় ।
- মুলতানি মাটি , মধু, কাচা দুধ ঃ মুলতানি মাতির সাথে কাঁচা দুধ এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালো ভাব দূর হয় ।
- গ্লিসারিন,মধু, গোলাপ জল , অলিভ ওয়েল ঃ প্রতিদিন গ্লিসারিনের সাথে মধু অলিভ ওয়েল গোলাপ জল মিশিয়ে ঠোঁটে মাস্যাজ করলে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসে ।
- নারিকেল তেল,বাদাম তেল ঃ রাতে ঘুমুতে যাওয়ার আগে নারিকেল তেলের সাথে বাদাম তেল মিশিয়ে সপ্তাহে দুই দিন ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ দূর হবে
- শশা,পাতি লেবুর রস ঃ অনেকের ঠোঁটের কোণে কালো হয়ে থাকে তারা শশার সাথে পাতিলেবুর রস মিশিয়ে দিনে ৩-৪ বার করে ঠোঁটের কোণে লাগালে কালো দাগ দূর করতে পারবেন ।
- পানি ঃ অবশ্যই পানি অনেক দরকার শরীরের জন্য । দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করলে শুধু ঠোঁটের সৌন্দর্য ও মসৃণতাই বৃদ্ধি পায় তা নয় বরং ত্বকও সুন্দর লাবণ্যময়ী থাকে । তাই বেশি বেশি পানি পান করুন ।
- দিনে দু বারের বেশি চা বা কফি পান করবেন না,
- অ্যালকহল থেকে বিরত থাকুন