আমি , রাবেয়া সিদ্দিক মীম । প্রায় ১ বছর হয়ে আসলো এই চারকোনা দেওয়ালে বন্দী । সেচ্ছায় কি বন্দী হয়েছ কেও কখনো ? আমি সেচ্ছায় বন্দী । মাঝ রাতে আমার মোবাইল ফোনে 'আমি বন্দী কারাগারে' গানটি বাজতে থাকে । আমার এখন কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। কোথাও জেতেও ইচ্ছা করে না । বন্ধু বান্ধব দের জন্য আমি এখন গায়েব বলতে গেলে । তাদের ধারনা আমি মাঝে মাঝে ই গায়েব হয়ে যেতে পারি । আমি বলব হ্যাঁ তাদের ধারনা ঠিক । কিছু কিছু মানুষ আছে যারা অপ্রিয় সত্য মানুষের মুখের উপর কট কট করে বলে দেয় । আমিও তাদের মধ্যে একজন । তাই বলে এই না যে আমি একেবারে সত্যবাদী কেও । যারা সহজে মিথ্যা বলে না তারা যখন মিথ্যা বলে তখন বড় বড় মিথ্যা বলে । এই যেমন এস.এস.সি পরীক্ষার রেজাল্টের সময় আমি আমর বাবাকে বলেছিলাম আমি জি.পি.এ ৫পেয়েছি। ইয়ে কি মজা কি মজা । বাবা তো মহা খুশি যে সে প্রতিলিপি টাও চেক করে নাই । অনেক বিশ্বাস করে সে আমাকে । এখনও বিশ্বাস করে যে আমি জি.পি.এ ৫ পাইসি । কেনও এই মিথ্যা বলেছিলাম এর কারন টা বলব না । মিথ্যা বলার পর কারন দিলে সেটা অজুহাত হয়ে যায়। এখন আমাকে মানুষ যখন জিজ্ঞেস করে কোথায় ভর্তি হবা কিছু ঠিক করেছো? কোন ইউনিভারসিটিতে এডমিশন নিবা ? প্রিপারেশন কেমন ? তখন কোন উত্তর দেই না । মেসেজ সিন করে রেখে চলে আসি । আসলে ওই প্রশ্ন গুলো আমি প্রতি দিন নিজেকে করি কিন্তু কোন উত্তর পাই না যে দিন পাব সেই দিন বলব ।আমার বাসায় আমার ভাই বোন সবাই অনেক ট্যলেন্টেড ওবভিয়াসলি আমি বাদে । আমার মনে হয় আল্লাহ যখন মানুষ দের ট্যলেন্ট দিচ্ছিল তখন আমি ফুটা থালা নিয়ে বসছিলাম , থালার ফুটা দিয়ে পরে গেসে আমার ট্যলেন্ট । আমি যখন দেখি দু জন মানুষ যারা একে অপরকে নিত্তান্ত অপছন্দ করার সত্তেও বাই চান্স দেখা হয়ে গেলে তাদের ভালবাসা উতলিয়ে উতলিয়ে পরে, তখন আমার খুব হাসি পায়। স্বার্থের জন্য কারো সাথে খাতির করা আমার পক্ষে সম্ভব না। কারন এমিটিশন কে আমি এমিটিশনই বলব গোল্ড বলতে পারি না। এবং হ্যাঁ দিন শেষে আমি একজন বন্দী অসামাজিক প্রাণী ।